পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র কার্যক্রমকে ডিজিলাইজড করার লক্ষ্যে ইসিসি অটোমেশন সফটওয়্যার ডেভলেপ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ a2i প্রকল্পের ইনোভেশন ফান্ড এর সহযোগিতায় অটোমেশন সফটওয়্যারটিকে অধিকতর ইউজার ফ্রেন্ডলি এবং সহজতর করে প্রণয়ন করা হয়েছে। সফটওয়্যারটিতে টুওয়ে কমিউনিকেশন সিস্টেমকে ইন্টিগ্রেট করা হয়েছে। ফলে সফটওয়্যারটিতে এন্টরপ্রেণার এবং পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দের মধ্যে এসএমএস এবং ইমেইল যোগাযোগ সহজতর হয়েছে। তাছাড়া উক্ত সফটওয়্যারটিতে ডাটাবেজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মুহুর্তেই ছাড়পত্র সংশ্লিষ্ট যে কোন ধরনের তথ্য লগইন এর মাধ্যমে পাওয়া সম্ভব হবে। আপ ডাউন স্ট্রিমিং সিস্টেম ইন্ট্রিগেট করাতে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তার অধিনস্থ সকল কর্মকর্তার কর্মকা- মনিটর করতে পারবে এবং কাজ এসাইন করতে পারবে। ভবিষ্যতে সফটওয়্যারটি প্রয়োজন অনুসারে আরও সমৃদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে।